1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বলদা বিলে হাইত উৎসব: মাছ ধরাকে ঘিরে নান্দাইলে গ্রামীণ আনন্দের মিলনমেলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে
নান্দাইলের বলদা বিলে অনুষ্ঠিত হাইত মাছ ধরা উৎসবে জাল, খাচা ও পলো নিয়ে মাছ ধরছেন স্থানীয়রা।
ময়মনসিংহের নান্দাইলের বলদা বিলে হাইত উৎসবে শতশত মানুষের অংশগ্রহণ—গ্রামীণ ঐতিহ্যের অনন্য দৃশ্য।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী বলদা বিলে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ জনজীবনের এক অনন্য ঐতিহ্য—মাছ ধরা উৎসব ‘হাইত’।

ভোর রাত থেকেই এই উৎসবকে ঘিরে শতশত মানুষ জড়ো হন বিলে। স্থানীয়দের পাশাপাশি আশপাশের গ্রামের পুরুষ, শিশু, তরুণ ও বৃদ্ধ সবাই মিলে উৎসবে যোগ দেন। বিলে নেমে মাছ ধরার দৃশ্য যেন এক উৎসবমুখর গ্রামীণ চিত্রকাব্য।

প্রতি বছর বিলে পানির স্তর কমে এলে আয়োজন করা হয় এই হাইত মাছ ধরা উৎসবের। ভোর থেকেই মানুষ জাল, খাচা, ফাঁদ, পলো ও ডিঙি নৌকা নিয়ে হাজির হন। সকাল ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মাছ ধরা। কেউ একা, কেউ দল বেঁধে—সবার মুখে আনন্দের ধ্বনি, “পাইছি! পাইছি!” বলে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

শিশু-কিশোরদের কৌতূহলী ভিড়, গ্রামীণ মানুষের হাসি-আনন্দ আর সামাজিক সম্প্রীতির দৃশ্য একে পরিণত করে এক মিলনমেলায়।

স্থানীয় বাসিন্দা রহমত আলী বলেন, “বলদা বিল শুধু মাছ ধরার জায়গা নয়, এটি আমাদের গ্রামের ঐতিহ্য। প্রতি বছর এই উৎসবের মাধ্যমে মানুষ একত্র হয়, সম্পর্ক মজবুত হয়।”

উৎসবে ধরা পড়ে দেশি মাছের ভাণ্ডার—শোল, কৈ, ট্যাংরা, শিং, মাগুর, বোয়াল ও তেলাপিয়া। বড় মাছ পেয়ে কেউ উল্লাসে ফেটে পড়েন, কেউ আবার পরিবারের জন্য সামান্য মাছ নিয়েও সন্তুষ্ট।

বিলপাড়ের এক প্রবীণ বাসিন্দা রহিম মিয়া nostalgically বলেন, “আগের মতো মাছ এখন আর পাই না, কিন্তু উৎসবের আমেজ এখনো আগের মতোই।”

পলো শিকারি নাজমুল, কবির ও আশরাফুল আলম জানান, “এই বিল ময়মনসিংহের অন্যতম বড় বিল। আগের মতো মাছ না থাকলেও উৎসবের আনন্দে কোনো কমতি নেই।”

স্থানীয়রা বলেন, এই ঐতিহ্য শুধু বিনোদন নয়, বরং গ্রামীণ সংস্কৃতি, সহমর্মিতা ও সম্প্রীতির প্রতীক। তাঁদের আশা—“এই প্রাচীন ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট