আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী জেলার বাঘা থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে গত ৩ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাতে ৬ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন আগে থেকেই সাজাপ্রাপ্ত ছিলেন।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন—
১. রোমান সরদার (৩২), পিতা– নওশাদ সরদার, সাং– গোচর
২. মোঃ আঃ রহিম, পিতা– মৃত আছেন আলী, সাং– ভানুকর (সাজাপ্রাপ্ত)
৩. মোঃ জয় আহাম্মেদ লিখন, পিতা– মোঃ এখলাছ মন্ডল, সাং– আলাইপুর
৪. মোসাঃ শিরিনা খাতুন, স্বামী– মোঃ হাফিজুর রহমান, সাং– হরিরামপুর
৫. মোঃ হাফিজুর রহমান, পিতা– মোঃ শামসুল হুদা, সাং– হরিরামপুর
৬. মোঃ মাসুদ রানা, পিতা– মোঃ মাজদার, সাং– ভানুকর (সাজাপ্রাপ্ত)
বাঘা থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল এবং নিয়ম অনুযায়ী আজ ৪ জুলাই (শুক্রবার) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাঘা থানা পুলিশের এ ধরণের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযানকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছেন।