আঃ হামিদ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা, মধুপুর উপজেলা ইউনিটের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হামিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাবুল রানা।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে মধুপুর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক বর্ধিত সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেন টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক এম. মাছুদুর রহমান মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আহ্বায়ক এম. মাছুদুর রহমান মিলন। তিনি বলেন, “সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার এবং দায়িত্বশীলতা বজায় রেখে জনসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই নতুন কমিটি সে লক্ষ্যে কাজ করবে বলে আমরা আশাবাদী।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক সংস্থার সদস্যসচিব সৈয়দ নাজমুল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি আশরাফুল আরিফ, সাধারণ সম্পাদক ইয়াসিন হাসান এবং মধুপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় নতুন কমিটির প্রতি সহযোগিতা, ঐক্য ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।”
নবগঠিত কমিটির নেতারা সকলের সহযোগিতা কামনা করে বলেন, “আমরা চাই সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতায় দৃঢ়ভাবে অগ্রসর হতে।”