1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি

বাকেরগঞ্জে জনজোয়ারের ঢল: ধানের শীষের মনোনয়ন পেয়ে ফিরলেন জননেতা আবুল হোসেন খান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে ধানের শীষ প্রার্থী আবুল হোসেন খানের আগমনে উচ্ছ্বাসিত জনতা, র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি:

বরিশাল-০৬, বাকেরগঞ্জে শহরজুড়ে এক উচ্ছ্বাসময় দৃশ্যের সাক্ষী হলো মানুষ। বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও গণমানুষের নেতা জনাব আবুল হোসেন খান এদিন নিজের নির্বাচনী এলাকায় ফিরে এলেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল থেকেই উপজেলার ১৪ ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজারের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বোয়ালিয়া বাজার পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে বরণ করতে অপেক্ষা করছিলেন। কারও হাতে ধানের শীষ, কারও গলায় স্লোগানের সুর—“বাকেরগঞ্জের মাটি, আবুল হোসেন খানের ঘাঁটি”, “তারুণ্যের অহংকার, ধানের শীষ এবার”—এমন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে জনপদ।

সূর্য অস্তমিত হওয়ার মুহূর্তে জননেতা আবুল হোসেন খানের গাড়ি বহর শহরে প্রবেশ করলে অপেক্ষমাণ জনতার উচ্ছ্বাস রূপ নেয় বাঁধভাঙা স্রোতের মতো। মুহুর্মুহু করতালি, উল্লাস, ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় শহরের রাজপথকে পরিণত করা হয় উৎসবময় ঐতিহাসিক অঙ্গনে।

এরপর ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর আহ্বায়ক ও ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল হোসেন খান। তিনি বলেন,

“বাকেরগঞ্জ হবে সন্ত্রাসমুক্ত, উন্নত ও আধুনিক জনপদ। গণমানুষের জন্য নিবেদিত রাজনীতি করতেই আমার পথচলা, আর জনগণের হাত ধরেই সেই লক্ষ্য আমি পূরণ করবো, ইনশাআল্লাহ।”

সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার।

এর সঙ্গে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা উল্লেখ করেন,

“বাকেরগঞ্জের পরিবর্তন ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে আজ থেকে। ধানের শীষই গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট