1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা

উচ্চ শিক্ষা অর্জন করে অনলাইনে প্রতারণা, অতঃপর গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
গ্রেপ্তারকৃত অনলাইন প্রতারক শাহআলমকে নোয়াখালী পিবিআই সদস্যরা নিয়ে যাচ্ছে
অনলাইন প্রতারণা মামলায় গ্রেপ্তারকৃত শাহআলমকে নোয়াখালী পিবিআইয়ের হেফাজতে দেখা যাচ্ছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

অনলাইন-বিকাশ প্রতারক চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী।

গ্রেপ্তারকৃতের নাম মো. শাহআলম (২৯)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার গজারিয়া গ্রামের উত্তর পাড়া মিয়া বাড়ির এরশাদ মিয়ার ছেলে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। এর আগে, গতকাল রবিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, ২০২৩ সালে শাহআলম ভিকটিমের কাছে ফেসবুক আইডির লিংক পাঠিয়ে ২০০ টাকা বিনিয়োগে পার্টটাইম কাজের প্রস্তাব দেন এবং টেলিগ্রাম অ্যাপে যোগাযোগ শুরু করেন। প্রথম লেনদেনে ২০০ টাকার বিনিময়ে ২৬০ টাকার অনলাইন প্রোডাক্ট কিনে লভ্যাংশসহ ৩৭০ টাকা ফেরত দেয়। এতে ভিকটিমের বিশ্বাস জন্মে এবং পরবর্তীতে বিভিন্ন তারিখে আরও লেনদেন করতে থাকে।

লাভের আশায় ভুক্তভোগী ২০২৩ সালের ২১ জুন সর্বশেষ ১৩ লাখ ৩৮ হাজার ৬৮৮ টাকা শাহআলমের বিকাশ ও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পাঠান। এরপর টাকা ফেরত চাইলেও শাহআলম নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। পরে সিটি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার একাউন্টে আরও ৩ লাখ টাকা জমা দিতে বললে ভিকটিমের সন্দেহ হয় এবং তিনি সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন।

পিবিআই জানায়, শাহআলম উচ্চতর শিক্ষা অর্জনের জন্য চায়নার চংচিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন (সিজিপিএ ২.৭৩)। কোভিড-১৯ মহামারীর সময় দেশে ফিরে এসে বেকার অবস্থায় অনলাইনে প্রতারণামূলক বিজ্ঞাপন দেখে তিনি প্রতারণার সাথে জড়িয়ে পড়েন।

পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত শাহআলম অনলাইনে পার্টটাইম জবের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

সূত্র: পিবিআই নোয়াখালী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট