
ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নির্বাচনী মাঠে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আ ক ম আনোয়ারুল ইসলাম চান। প্রতিদিনের গণসংযোগ, পথসভা ও মানুষের প্রতি তাঁর আন্তরিক আচরণে তিনি হয়ে উঠেছেন জনমানুষের প্রিয় “চান ভাই”।
১১ নভেম্বর, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে “জনতার চান ভাই” নামে একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, মোয়াজ্জেমপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে গণসংযোগকালে এক বাড়িতে প্রবেশ করেন আনোয়ারুল ইসলাম চান।
সেই সময় বাড়ির সদস্যরা খাবার খাচ্ছিলেন। তাঁদের একজন হাসিমুখে তাঁকে খাওয়ার আমন্ত্রণ জানালে চান রসিক ভঙ্গিতে বলেন, “ভাই একটু দিলে খায়াম।” পরক্ষণেই বাড়িওয়ালা নিজের থালার খাবার থেকে লোকমা এগিয়ে দেন, আর চান ভাই হাসিমুখে পিঁড়িতে বসে তা খান।
এই সরল, মানবিক ও হাস্যরসাত্মক দৃশ্যটি উপস্থিত সকলকে আপ্লুত করে তোলে। মুহূর্তের মধ্যেই “ভাই একটু দিলে খায়াম চান” সংলাপটি নান্দাইলের চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মজার ছলে বলছেন, “চান ভাই জনগণের ভাই — দূরত্ব নয়, আত্মীয়তার বন্ধন তৈরি করেছেন।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এলাকার উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। বিশেষ করে মসজিদ-মাদরাসা সংস্কার, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা ও মানবিক উদ্যোগে তাঁর ভূমিকা প্রশংসিত। ফলে জনগণের ভালোবাসা ক্রমেই বাড়ছে তাঁর প্রতি।
তরুণ ভোটাররা মনে করছেন, চান ভাই এখন শুধু একজন প্রার্থী নন, বরং নান্দাইলের মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক। প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে তিনি যে মানুষকেন্দ্রিক রাজনীতির চর্চা করছেন, তা এলাকায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ বিষয়ে অ্যাডভোকেট আ ক ম আনোয়ারুল ইসলাম চান বলেন,
“আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদের পাশে আছি, ছিলাম, থাকব ইনশাআল্লাহ।”
নান্দাইলের রাজনৈতিক মহল বলছে, “ভাই একটু দিলে খায়াম চান” এখন কেবল একটি সংলাপ নয় — এটি মানুষের আবেগ, আপনত্ব ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।