মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদাবাজদের হাতে নির্মমভাবে নিহত ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১২ জুলাই) বিকেলে বকশীগঞ্জ উপজেলা এনসিপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি বিকেল সাড়ে ৪টার দিকে কামারপট্টি এনসিপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ।
এ সময় আরও বক্তব্য রাখেন—
উপজেলা যুগ্ম সমন্বয়কারী এমদাদুল হক মিলন
পৌর শাখার প্রধান সমন্বয়কারী আল মামুন
পৌর যুগ্ম সমন্বয়কারী এডি মোস্তাক আহাম্মেদ
এনসিপি নেতা সুলতানুস সালেহিন
ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু
বকশীগঞ্জ সদর ইউনিয়নের যুগ্ম সমন্বয়কারী আজমাইন মণ্ডল প্রমুখ।
বক্তারা বলেন, “একজন নিরীহ ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর ছুড়ে হত্যা—এটা কোনো সভ্য দেশে কল্পনাও করা যায় না। চাঁদাবাজির বলি হয়ে যে সোহাগ আজ প্রাণ হারালেন, কাল হয়তো আমাদের কারও ভাই, বাবা, কিংবা স্বজন হতে পারে।”
তারা বলেন, “এই হত্যাকাণ্ডে যে দলের লোকই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় দিয়ে ছাড় দেওয়া যাবে না। এই দায় রাষ্ট্রকে নিতেই হবে।”
বক্তারা আরও বলেন, দেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলেই এই ধরনের অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।
তারা বলেন, “আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে হোক। যেন জনগণের প্রকৃত প্রতিনিধি সংসদে পৌঁছায়, দলীয় বলয়ের দুর্বৃত্তরা নয়।”
এ সময় বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন।
স্থানীয় সাধারণ মানুষও রাস্তায় দাঁড়িয়ে তাদের সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘সোহাগ হত্যার বিচার চাই’, ‘চাঁদাবাজদের শাস্তি চাই’, ‘আইনের শাসন চাই’ ইত্যাদি স্লোগান দেন।