1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীর ঐতিহ্যবাহী নীল কুঠিতে হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে আলোচনার শীর্ষে মো. জসীমউদ্দীন হাওলাদার পঞ্চগড়ে জমি দখল ও অর্থ আত্মসাৎচেষ্টায় দুই ব্যাংক কর্মকর্তা ও অধ্যক্ষ কারাগারে নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, এক জনের শরীরে হাতির পায়ের চিহ্নের ইঙ্গিত মধুপুরে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে শিল্প ও বণিক সমিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রাজধানীতে সোহাগ হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল সোহাগ হত্যার প্রতিবাদে রাজশাহীতে রাজপথ কাঁপাল শিক্ষার্থীরা: ‘‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না!’’ নির্বাচনের আগে যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বকশীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রাম পুলিশ সদস্য আটক, উদ্ধার ইয়াবা ও হেরোইন মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িত কেউ পার পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীতে সোহাগ হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে সোহাগ হত্যার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল
রাজধানীতে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল—নেতাকর্মীরা দেন পিআর পদ্ধতির ভোটের দাবি

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদাবাজদের হাতে নির্মমভাবে নিহত ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১২ জুলাই) বিকেলে বকশীগঞ্জ উপজেলা এনসিপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিকেল সাড়ে ৪টার দিকে কামারপট্টি এনসিপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তৃতায় ক্ষোভ আর প্রতিবাদ

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ।

এ সময় আরও বক্তব্য রাখেন—

  • উপজেলা যুগ্ম সমন্বয়কারী এমদাদুল হক মিলন

  • পৌর শাখার প্রধান সমন্বয়কারী আল মামুন

  • পৌর যুগ্ম সমন্বয়কারী এডি মোস্তাক আহাম্মেদ

  • এনসিপি নেতা সুলতানুস সালেহিন

  • ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু

  • বকশীগঞ্জ সদর ইউনিয়নের যুগ্ম সমন্বয়কারী আজমাইন মণ্ডল প্রমুখ।

“চাঁদাবাজদের দল-মতের ঊর্ধ্বে বিচার চাই”

বক্তারা বলেন, “একজন নিরীহ ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর ছুড়ে হত্যা—এটা কোনো সভ্য দেশে কল্পনাও করা যায় না। চাঁদাবাজির বলি হয়ে যে সোহাগ আজ প্রাণ হারালেন, কাল হয়তো আমাদের কারও ভাই, বাবা, কিংবা স্বজন হতে পারে।”

তারা বলেন, “এই হত্যাকাণ্ডে যে দলের লোকই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় দিয়ে ছাড় দেওয়া যাবে না। এই দায় রাষ্ট্রকে নিতেই হবে।”

বক্তারা আরও বলেন, দেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলেই এই ধরনের অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।
তারা বলেন, “আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে হোক। যেন জনগণের প্রকৃত প্রতিনিধি সংসদে পৌঁছায়, দলীয় বলয়ের দুর্বৃত্তরা নয়।”

এ সময় বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন।
স্থানীয় সাধারণ মানুষও রাস্তায় দাঁড়িয়ে তাদের সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘সোহাগ হত্যার বিচার চাই’, ‘চাঁদাবাজদের শাস্তি চাই’, ‘আইনের শাসন চাই’ ইত্যাদি স্লোগান দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট