আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৩৫) এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকার বিআরটি প্রকল্পের মাঝ লেনে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে ঘেরাও করে চালকসহ আটক করে। পরে টঙ্গী পূর্ব থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার, ঘাতক বাস জব্দ ও চালককে থানায় নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
নিহত নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় শেরপুর থেকে ঢাকামুখী সারদা পরিবহণের একটি বাস (নং—ঢাকা মেট্রো-ব ১৫-৯৮১৭) তাকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে তিনি মহাসড়কে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মাথা থেতলে যায় বলে জানায় পুলিশ।
উত্তেজিত জনতা সঙ্গে সঙ্গে বাসটি আটক করে এবং বাসচালক হযরত আলীকে (৫০) ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।









