1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

জয়পুরহাট–২: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে তৃণমূলের টায়ার জ্বালিয়ে সড়ক বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে
জয়পুরহাট–২ তৃণমূল নেতাকর্মীরা বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে।
বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূল নেতাদের ক্ষোভ: জয়পুরহাট–২ তে টায়ার জ্বালিয়ে সড়ক বিক্ষোভ।

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার :

 জয়পুরহাট–২ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা রবিবার বিকেলে সড়কে বিক্ষোভ করেছেন। ২৩ নভেম্বর বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে তারা টায়ার জ্বালিয়ে ও রাস্তায় শুয়ে পড়ে প্রায় এক ঘণ্টা কর্মসূচি পালন করেন। পরে কালাই বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে আরও এক দফা বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার অনুসারীরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে-ঘাটে সংগ্রাম করা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হয়নি। তারা দাবি করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে ‘অতিথি পাখি’ ও অরাজনৈতিক ব্যক্তি সাবেক ডিসি আব্দুল বারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, ঘোষিত প্রার্থী আব্দুল বারীকে এলাকার সাধারণ মানুষ চেনে না। তিনি মাঠের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা নেই। তাই মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা।

তৃণমূলের মতে, সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ছাড়া আরও কয়েকজন সক্রিয় নেতা—আব্বাস আলী, ওবায়দুর রহমান চন্দন ও লায়ন সিরাজুল ইসলাম আছেন, যাদের মধ্যে যেকোনো একজনকে প্রার্থী করা যেতে পারে।

জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এফতাদুল বলেন, “আমরা ১৭ বছর ধরে আন্দোলন করেছি, জেল ও মামলা মাথায় নিয়েছি। কিন্তু যিনি দলের কেউ নন, তাকে মনোনয়ন দেওয়া হলো কেন? তার সমাবেশে ৫০–৬০ জনের বেশি মানুষ থাকে না। স্থানীয় মানুষও তাকে চেনে না।”

তৃণমূল কর্মী রফিকুল ইসলাম বলেন, “ত্যাগী নেতাদের বাদ দিয়ে একজন আমলাকে কেন প্রার্থী করা হলো? এই সিদ্ধান্ত এলাকায় হতাশা সৃষ্টি করেছে।”

এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট