আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবামূলক আয়োজন—ফ্রি ডেন্টাল ক্যাম্প। সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল ১১টায় এ আয়োজন করে হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস (HTI) নামক একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, যা রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত।
ডেন্টাল ক্যাম্পের মূল লক্ষ্য ছিল স্কুল শিক্ষার্থীদের দাঁতের সমস্যার প্রাথমিক চিকিৎসা এবং মৌখিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এতে অংশ নেয় পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২৫ জন শিক্ষার্থী। ক্যাম্পে তারা বিনামূল্যে দাঁতের চেকআপ, ব্রাশ করার সঠিক নিয়ম এবং মুখের স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। তিনি বলেন, “শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে মৌখিক স্বাস্থ্য রক্ষা অত্যন্ত জরুরি। HTI-এর এই উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের উপ-প্রকৌশলী আলিফ মাহমুদ, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা খাতুন এবং স্থানীয় সামাজিক সংগঠন পলিমাটির সভাপতি উজ্জ্বল আলী।
ডেন্টাল ক্যাম্পে নেতৃত্ব দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের ডা. মালিহা ফারজানা রিশিতা (বিডিএস)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন HTI-এর সভাপতি ও রেজিস্টার্ড নার্স (BNMC) মো. নাহিদ হোসেন। ক্যাম্পে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের একটি সক্রিয় দল স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাইফ, মাহিম, এনামুল, হিমেল, সুরাইয়া, কোহিনুর, ফারিয়া ও আকলিমা।
চিকিৎসা সেবার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় ফ্রি টুথব্রাশ ও টুথপেস্ট, যাতে তারা স্বাস্থ্যসম্মত দাঁত পরিষ্কারের অভ্যাস গড়ে তুলতে পারে।
এইচটিআই’র সভাপতি নাহিদ হোসেন জানান, “আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া শিশুদের মধ্যে মৌলিক স্বাস্থ্যচেতনা সৃষ্টি করা এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা।”
এই মহতী উদ্যোগ স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তারা এমন কার্যক্রমকে নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।