মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম। তিনি বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই অভিশাপ থেকে যুব সমাজকে বাঁচাতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ২নং চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাশেম মাস্টার এবং সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন—
চরআমখাওয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মজিদ আকন্দ
ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুর রহমান
সানন্দবাড়ী বাজার কমিটির সভাপতি আব্দুল মতিন সরকার
সাবেক সহকারী শিক্ষক ও কবি আজিজুর রহমান
ইউপি সদস্য রফিকুল ইসলাম ও বাবুল আক্তার
সানন্দবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ
লম্বা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি শহিদুর রহমান
বক্তারা মাদকের ভয়াবহতা, তরুণ সমাজে এর প্রভাব এবং গ্রামাঞ্চলে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় সর্বস্তরের মানুষ মাদক প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।