
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষার আয়োজনে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। উপজেলায় মোট ১৭৮টি সরকারি বিদ্যালয়ের মধ্যে মাত্র ৭৫টিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আর ১০৩টি বিদ্যালয়ে কোনো পরীক্ষা হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অধিকাংশ বিদ্যালয়ে সময়মতো প্রশ্নপত্র সরবরাহ না হওয়া, শিক্ষক সংকট এবং চলমান শিক্ষক কর্মবিরতির কারণে পরীক্ষা ব্যাহত হয়েছে। কিছু বিদ্যালয়ে স্বেচ্ছাসেবীদের সহায়তায় পরীক্ষা নেওয়া হলেও অধিকাংশ স্কুলে পরীক্ষা স্থগিত থাকায় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি।
অভিভাবকরা অভিযোগ করেছেন, শিক্ষা অফিসের অব্যবস্থাপনা ও শিক্ষক সংকটের কারণে সন্তানদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বার্ষিক পরীক্ষা না হলে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়া এবং শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে হবে—সেটি নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।
স্থানীয় কিছু শিক্ষক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নানান দাবি-দাওয়া পূরণ না হওয়ায় তারা কর্মবিরতি পালন করছেন। এ কারণে পরীক্ষার দায়িত্ব পালন করা সম্ভব হয়নি। তবে শিক্ষা প্রশাসন জানায়, যেসব বিদ্যালয়ে পরীক্ষা হয়নি, সেখানে শিগগিরই নতুন তারিখে পরীক্ষা আয়োজন করা হবে।
এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অভিভাবক ও সচেতন মহল দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে সব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন