1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

টঙ্গীতে ছিনতাই ও দুর্ঘটনা রোধে মানববন্ধন: “রাস্তায় আর রক্ত নয়, নিরাপত্তা চাই এখনই”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
টঙ্গী কলেজগেট মহাসড়কে নাগরিক ও সমাজকর্মীরা ছিনতাই ও সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধনে অংশ নিচ্ছেন।
টঙ্গীতে নাগরিকরা মানববন্ধন করে ছিনতাই ও দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক গড়ার দাবি জানান।

আশিকুর রহমান, গাজীপুর:

টঙ্গীর রাস্তায় ছিনতাই ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় টঙ্গী কলেজগেট মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “রাস্তায় আর রক্ত নয়, নিরাপত্তা চাই এখনই” এই মানবিক ও প্রতিবাদী স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে অংশ নেন স্থানীয় নাগরিক, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সমাজসেবকরা।

মানববন্ধন আয়োজন করে সাংবাদিক উন্নয়ন কেন্দ্র, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্র ও যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি, এবং সঞ্চালনায় ছিলেন সুজন গাজীপুর মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম রাজিব। ভূমিকা বক্তব্য দেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন—
গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, টঙ্গী থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ রুমান শেখ, সাংস্কৃতিক কর্মী আজিজ টিপু, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি শাজাহান সিরাজ, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, আবৃত্তি শিল্পী শাহীন কাওসার, ছাত্রদল নেতা আলাউদ্দিন সুমন, কবি টুটুল বাঙালী, মহিলা নেত্রী ও সমাজসেবকসহ আরও অনেকে।

সভাপতি অলিদুর রহমান অলি বলেন,
“টঙ্গীর সড়ক এখন অনিরাপদ। প্রতিদিনই বাড়ছে ছিনতাই, দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। এই পরিস্থিতি থেকে উত্তরণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নাগরিক সচেতনতা ও প্রশাসনের দৃঢ় পদক্ষেপ জরুরি। আমরা দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, এই শান্তিপূর্ণ মানববন্ধন কেবল প্রতিবাদ নয়, এটি নিরাপদ টঙ্গী গড়ার অঙ্গীকার। তারা সকলের প্রতি আহ্বান জানান, সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সক্রিয় ভূমিকা রেখে ছিনতাই ও দুর্ঘটনামুক্ত নগরী নিশ্চিত করতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট