
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আশিকিন আলম রাজন নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি প্রেসক্লাবে উপস্থিত হয়ে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আশিকিন আলম রাজন বলেন, “নান্দাইলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে আমি নিরলসভাবে কাজ করতে চাই। এজন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। গণমাধ্যম সমাজের দর্পণ। সৎ ও উন্নয়নমুখী রাজনীতি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এটিএম মাহবুবুল আলম, ময়মনসিংহ জেলা এনসিপি সদস্য তারিক হোসেন, জেলা সদস্য মিজানুর রহমান, খন্দকার সুফী আব্দুল্লাহ, এনসিপি জাতীয় যুবশক্তি ময়মনসিংহ জেলা যুগ্ম সদস্য সচিব লিংকন সিকদার, তাজুল ইসলাম, শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল প্রেসক্লাবের অর্থসম্পাদক রফিকুল ইসলাম মোড়ল এবং দপ্তর সম্পাদক রমজান আলী।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রার্থী আশিকিন আলম রাজন সাংবাদিকদের সাথে সৌজন্য আলাপ করেন এবং নির্বাচনী প্রতিশ্রুতির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে নান্দাইলের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।