শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি
বরিশাল–৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় ভরপাশা ইউনিয়নের লক্ষীপাশা বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি এবং এলাকার উন্নয়ন–বঞ্চনার নানা দিক তুলে ধরেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগকে ঘিরে লক্ষীপাশা বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।









