1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শেরপুরে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন: জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানালেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করছেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর:

আজ ১৬ ডিসেম্বর—রক্তস্নাত বিজয়ের ৫৪তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫। এই দিনটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল সূচনার স্মারক এবং অকুতোভয় বাঙালি জাতির জন্য এক অবিস্মরণীয় অধ্যায়। মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে দিনটি বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

দিবসের প্রথম প্রহরে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শেরপুরে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের ত্যাগ ও বীরত্ব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী, সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্ব তুলে ধরা হয়। জেলা পুলিশ, শেরপুর জানায়, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা সদা সচেষ্ট থাকবে।

মহান বিজয় দিবস বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়—বীর শহীদদের রক্তের বিনিময়েই অর্জিত হয়েছে আজকের স্বাধীন বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট