
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর কঠোর নজরদারি ও তৎপরতায় শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কম্বল উদ্ধার করা হয়েছে। আটককৃত চোরাচালান মালামালের মোট সিজার মূল্য ১৬ লাখ ১২ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ শেরপুরের শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় শাড়ি পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে একটি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করে, যার মূল্য ১৬ লাখ টাকা।
চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় একই সময়ে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কান্দাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারকালে ভারতীয় কম্বলও জব্দ করা হয়। উদ্ধারকৃত কম্বলের মূল্য ১২ হাজার টাকা।
৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে ৩৯ বিজিবির টহল দল দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।