মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে জুলাই ঐক্য বকশীগঞ্জ–এর ব্যানারে পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা উসমান হাদী হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শাহরিয়ার আহমেদ সুমন, সরকার রাসেল, আমির হোসেন, বায়জিদ আলামিন, সা’দ আহমেদ রাজু, লাদেন আকন্দ, খন্দকার কাজলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, উসমান হাদী হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত অপরাধ। তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সারাদেশে চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।









