1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নাম লেখাতে যাচ্ছেন তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনের পর এবার ভোটার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে উপস্থিত হবেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক। দেশের যেকোনো একটি নির্বাচনি এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকলেই আইনগত শর্ত পূরণ হয়। এ লক্ষ্যে তারেক রহমানের আগমনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন, যদিও এখনো চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে জানান, জাতীয় পরিচয়পত্র সংগ্রহের পর তারেক রহমান ভোটার তালিকাভুক্তির জন্য আবেদন করবেন। নির্বাচন কমিশন প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, “এ ক্ষেত্রে কোনো ধরনের আইনি জটিলতা নেই।”

নিরাপত্তা প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, নির্বাচন ভবন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হওয়ায় এখানে আগতদের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করা থাকে।

তারেক রহমান ঠিক কোথায় ভোটার হবেন—গুলশানের বাসভবনে নাকি সরাসরি নির্বাচন কমিশনের কার্যালয়ে—তা এখনো নির্ধারিত হয়নি। পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরবর্তীতে তা জানানো হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীকালই তারেক রহমানের ভোটার হওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশে ২০০৭-২০০৮ সালে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্ট ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। ওই বছরই সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর চলতি বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে তিনি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট