
অনলাইন ডেস্ক | ঢাকা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ব্যারিস্টার রুমিন ফারহানা ওই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল জোটগতভাবে আসনটি ছেড়ে দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। দলের হাই কমান্ডের নির্দেশ অমান্য করে নির্বাচনি মাঠে সক্রিয় হওয়ায় এই চরম ব্যবস্থা নিল বিএনপি।
সংরক্ষিত নারী আসনের সাবেক এই সংসদ সদস্যের বহিষ্কারের খবরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হলো।