
নিউজ ডেস্ক | ঢাকা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা ও সাইফুল আলম নীরবসহ ৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন:
১. ব্যারিস্টার রুমিন ফারহানা (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি)
২. সাইফুল আলম নীরব (সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি)
৩. মুহাম্মদ গিয়াস উদ্দিন (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৪. মোহাম্মদ শাহ আলম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৫. হাসান মামুন (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৬. আব্দুল খালেক (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৭. তরুণ দে (মহাসচিব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও সাবেক ছাত্রদল নেতা)
৮. মামুনুর রশিদ – চাকসু মামুন (সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি)
৯. কৃষিবিদ মেহেদী হাসান পলাশ (সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি)
বিএনপি সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের হাই কমান্ড থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও সিদ্ধান্ত অমান্য করায় স্থায়ীভাবে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
একযোগে এতজন প্রভাবশালী নেতার বহিষ্কারে বিএনপির ভেতরে ও বাইরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, দলের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
