1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ ২৪ জন গ্রেপ্তার শেরপুর জেলা পুলিশের দুই পরিদর্শকের অবসরজনিত বিদায় সংবর্ধনা জানাজায় মায়ের জন্য সবার কাছে দোয়া ও ক্ষমা চাইলেন, তারেক রহমান জনসমুদ্রে পরিণত মানিক মিয়া অ্যাভিনিউ: শেষ বিদায়ে সিক্ত দেশনেত্রী খালেদা জিয়া লাখো মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা শেষ বিদায়ে জনসমুদ্র: সংসদ ভবনে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ, জানাজা ২টায় শেষ বিদায় জানাতে মানুষের ঢল: সংসদ ভবন এলাকায় জনসমুদ্র, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আজ রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি কোটির উপরে নালিতাবাড়ীতে ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন শ্যামনগরে ৩ দিনব্যাপী লবণ সহনশীল কৃষি ও সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন

শেষ বিদায় জানাতে মানুষের ঢল: সংসদ ভবন এলাকায় জনসমুদ্র, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
শেষ বিদায় জানাতে মানুষের ঢল: সংসদ ভবন এলাকায় জনসমুদ্র, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিতব্য জানাজাকে কেন্দ্র করে ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা সংসদ ভবন অভিমুখে যাত্রা শুরু করেছেন।

ভোর থেকেই মানুষের অপেক্ষা

সরেজমিনে দেখা গেছে, দেশের দূর-দূরান্ত যেমন—ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহ থেকে মানুষ আগের রাতেই ঢাকায় এসে পৌঁছেছেন। অনেককে ভোর ৪টা থেকে সংসদ ভবন এলাকায় অপেক্ষা করতে দেখা গেছে। শোকের প্রতীক হিসেবে অধিকাংশ মানুষের বুকে দেখা গেছে কালো ব্যাজ। প্রিয় নেত্রীকে চিরবিদায় জানাতে আসা এসব মানুষের চোখে-মুখে ছিল গভীর শোকের ছাপ।

নিরাপত্তা ব্যবস্থা ও কড়াকড়ি

জানাজা উপলক্ষে সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে আপাতত সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য পুরো এলাকা ঘিরে রেখেছেন।

শেষ যাত্রার প্রস্তুতি

সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে করে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই পরবর্তীতে মরদেহ জানাজার জন্য সংসদ ভবন এলাকায় আনা হবে। বর্তমান সরকারের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

জানাজার আনুষ্ঠানিকতা

মঙ্গলবার বিকেলে দলীয় স্থায়ী কমিটির জরুরি সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় নেতাকর্মীদের শান্ত ও শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই আপসহীন নেত্রী। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট