1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

ক্ষমতা আর নাম কোহলিকে বদলে দিয়েছে, রোহিত আগের মতোই আছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

কী এক সাড়া ফেলে দেওয়ার মতো সাক্ষাৎকার দিয়েছেন অমিত মিশ্র। ৪১ বছর বয়সী সাবেক ভারতীয় লেগ স্পিনার এক সাক্ষাৎকার দিয়েই আলোচনায়। ওই সাক্ষাৎকারে যে বিরাট কোহলিকে ধুয়ে দিয়েছেন তিনি, তবে প্রশংসা করেছেন রোহিত শর্মার। অমিত শর্মার চোখে, ক্ষমতা আর নাম কোহলির আচরণে অনেক বদল এনেছে, তবে রোহিত আগের মতোই আছেন।

ইউটিউবার শুভঙ্কর শর্মার সঙ্গে সাক্ষাৎকারে অমিত মিশ্র প্রথমে রোহিতকে নিয়ে বলেছেন, ‘আইপিএল বা অন্য কোনো ইভেন্টে যখন রোহিতের সঙ্গে দেখা হয়, ও সবসময়ই হাসি-ঠাট্টা করে। আমার তখন এটা ভাবতে হয় না যে ও কী ভাববে! দুজনই দুজনের সঙ্গে হাসি-ঠাট্টা করি। ও সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু আমাদের সম্পর্কটা এখনো একই আছে। ও অধিনায়ক, বিশ্বকাপ জিতল, পাঁচবার আইপিএল জিতেছে।’

এরপরই বিপরীতে তাঁর চোখে কোহলির বর্ণনা করেছেন অমিত মিশ্র, ‘বিরাটকে অনেক বদলে যেতে দেখেছি আমি। হাতে ক্ষমতা চলে এলে, নাম হয়ে গেলে অনেকেই ভাবতে শুরু করে মানুষ বুঝি তাঁর কাছে কোনো প্রয়োজন নিয়েই যায়। আমি কখনোই তেমন মানুষ ছিলাম না। চিকুকে (কোহলির ডাকনাম) আমি ওর ১৪ বছর বয়স থেকে চিনি, যখন ও সামোসা খেত, রাতে যখন ওর পিজ্জা না হলে চলত না। এরপর অধিনায়ক বিরাট কোহলিকেও দেখেছি। দেখা হলে ও সম্মান দিয়েই কথা বলে, তবে সবকিছু অবশ্যই আর আগের মতো নেই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট