1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শরবত বিক্রি করে সংসার চালাচ্ছেন কাওছার মিয়া, দুই দশকের সংগ্রামে এক প্রেরণার গল্প

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে
শরবতের বালতি কাঁধে নিয়ে হেঁটে চলেছেন শরবতওয়ালা কাওছার মিয়া
সংগ্রামী কাওছার মিয়া—প্রতিদিন শরবত বিক্রি করে ছয় সদস্যের সংসার চালাচ্ছেন, দুই দশকের এই পথচলায় তিনি হয়েছেন প্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ)ঃ
জীবন মানেই সংগ্রাম—এ কথার বাস্তব উদাহরণ ব্রাহ্মণবাড়িয়ার কাওছার মিয়া। প্রায় দুই দশক ধরে তিনি হেঁটে হেঁটে শরবত বিক্রি করে সংসার চালাচ্ছেন। রোদ-বৃষ্টি-ঝড় কিংবা শীত—কোনো কিছুই থামাতে পারেনি তাঁর পথচলা। কারণ তাঁর কাঁধে শুধু নিজের নয়, ছয় সদস্যের পুরো পরিবারের দায়িত্ব।

স্ত্রী ও দুই ছেলে, এক মেয়ের স্বপ্ন পূরণে প্রতিদিন ভোর থেকে শুরু হয় কাওছার মিয়ার পরিশ্রমের গল্প। ঘরে শরবত প্রস্তুত করে ভারী বালতি কাঁধে নিয়ে তিনি বেরিয়ে পড়েন পথে। প্রতিটি গ্লাস শরবত তাঁর কাছে কেবল পানীয় নয়, বরং সংসারের আশার আলো।

প্রায় ২০ বছর ধরে শরবত বিক্রি করছেন কাওছার মিয়া। শুরুটা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে, পরে কাজের টানে তিনি ঘুরেছেন নানা জায়গায়। ময়মনসিংহ শহরে চার বছর, কুমিল্লায় পাঁচ বছর, আর গত ১১ বছর ধরে নান্দাইলেই গড়ে উঠেছে তাঁর জীবিকা। এখানকার মানুষও তাঁকে চেনে ‘শরবতওয়ালা কাওছার’ নামে।

প্রতিদিন গড়ে তিনি ২৫০ থেকে ২৬০ গ্লাস শরবত বিক্রি করেন। প্রতি গ্লাসের দাম ১০ টাকা। এতে প্রতিদিন তাঁর বিক্রি দাঁড়ায় ২০০০ থেকে ২৫০০ টাকা। তবে এর পুরোটা হাতে থাকে না, কারণ উপকরণ কিনতে প্রতিদিন গড়ে খরচ হয় ৮০০ থেকে ১০০০ টাকা। সংসারের অন্যান্য খরচ আর সন্তানদের লেখাপড়া মেটাতে তাঁকে হিসাব মেলাতে হয় কষ্ট করে।

কাওছার মিয়ার শরবত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ এর প্রাকৃতিক ভেষজ উপাদান। তাঁর শরবতে থাকে—

  • এলোভেরা (ঘৃতকুমারী)

  • শিমুলের মূল

  • উলটকম্বল

  • বেল সুট

  • ত্রিফলা

  • ইসবগুলের ভুষি

  • চিরতা ও চিনি

এসব ভেষজ উপাদান শরীর ঠাণ্ডা রাখে, হজমে সহায়তা করে এবং গরমে প্রশান্তি আনে। তাই তাঁর শরবত কেবল তৃষ্ণা নিবারণ নয়, স্বাস্থ্যকর পানীয় হিসেবেও জনপ্রিয়।

গরমের দিনে অল্প খরচে তৃষ্ণা মেটানো মানুষের কাছে আশীর্বাদের মতো। নান্দাইলের মানুষও কাওছার মিয়ার শরবতের উপর আস্থা রেখেছেন। গ্রাহকেরা বলেন, “কাওছার ভাইয়ের শরবত শুধু সুস্বাদুই নয়, বরং শরীর ঠাণ্ডা রাখে। গরমে ক্লান্তি দূর করতে এর জুড়ি নেই।”

শুরুতে ব্যবসা টিকিয়ে রাখতে তাঁকে অনেক কষ্ট করতে হয়েছে। বৃষ্টির দিনে বিক্রি কমে গেলে সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। তবুও হাল ছাড়েননি। ধৈর্য আর কঠোর পরিশ্রমই তাঁকে আজ এই অবস্থানে এনেছে।

তিনি বলেন,
“শরবত বিক্রি আমার কাছে শুধু ব্যবসা নয়, বরং জীবনের ভরসা। এই শরবতের গ্লাসেই আমার সংসারের আলো জ্বলে। সন্তানদের লেখাপড়া চালিয়ে নিতে পারছি। আশা করি ওরা বড় হয়ে ভালো মানুষ হবে।”

কাওছার মিয়া চান, একদিন তাঁর সন্তানরা লেখাপড়া শেষ করে ভালো চাকরি বা ব্যবসায় প্রতিষ্ঠিত হোক। তখন হয়তো সংসারের ভার কিছুটা হালকা হবে। তবে তিনি শরবত বিক্রি ছাড়তে চান না, কারণ এটি তাঁর পরিচয়ের অংশ হয়ে গেছে।

আজকের ব্যস্ত সমাজে হয়তো তাঁর গল্প তেমন আলোচিত হয় না। কিন্তু কাওছার মিয়ার মতো মানুষরা প্রতিদিন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সামান্য পরিশ্রমের বিনিময়ে স্বাস্থ্যকর পানীয় সরবরাহ করছেন। তাঁরা সমাজের অচেনা নায়ক, যাদের অবদান আমরা প্রায়ই অবহেলা করি।

রোদে-ঝড়ে, ধুলো-বৃষ্টিতে পথ চলা এই মানুষটির শরবতের প্রতিটি গ্লাস শুধু পানীয় নয়, বরং একটি পরিবারের হাসি-খুশি টিকিয়ে রাখার হাতিয়ার। কাওছার মিয়া প্রমাণ করেছেন—ছোট্ট পেশাও বড় স্বপ্নকে টিকিয়ে রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট