1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে ডিমলায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা কেন্দুয়ায় সিএনজি চালক নূর জামান হত্যা মামলায় আরো ২ আসামী গ্রেফতার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দাবিতে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বকশীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবি, জেলে নিহত শ্রীবরদীতে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ উত্তরা ইপিজেডে রণক্ষেত্র: শ্রমিক নিহত, আহত অন্তত ৩০

বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

 শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার দুপুর বেলা রংপুর মেট্রোপলিটন পুলিশ তল্লাশী অভিযান চালিয়েছে রংপুর প্রেসক্লাবের বরখাস্তকৃত কমিটির সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর নগরীর সেন্ট্রাল রোডের বাসায়। রংপুর প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ মালামাল গোপনে সরিয়ে ফেলায় তা উদ্ধারের জন্য পুলিশ ওই অভিযান চালায়। বর্তমান সরকারিভাবে সমাজসেবা মন্ত্রনালয় কর্তৃক নিযুক্ত রংপুর প্রেসক্লাবের প্রশাসক এর আবেদনের পরিপ্রেক্ষিতে এডিএম আদালত এর নির্দেশে ওই তল্লাশী অভিযান চালানো হয় বলে পুলিশ প্রশাসন সূত্র জানায়। জানা যায়, রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর কাছে রংপুর প্রেসক্লাবের ফাইল, অফিসের আলমিরার চাবি ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্লাবের অফিস থেকে সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে। ক্লাবের প্রশাসক নিযুক্ত হওয়ার আগে সেগুলো সরিয়ে ফেলা হয় বলে জানা গেছে। এসব উদ্ধার করতে না পারায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্লাবের প্রশাসকের উপর অর্পিত দায়ীত্ব হিসেবে দীর্ঘদিন ধরে রংপুর প্রেসক্লাবের অনিয়ম ও আর্থিক দুর্নীতি সম্পর্কে কোন অডিট করতে পারছেন না তিনি। ক্লাবের আর্থিক দুর্নীতি ও অনিয়মের ঘটনা ধামাচাপা দিতে মেরিনা লাভলী এ গুলো সরিয়ে ফেলেছেন। বর্তমান নিযুক্ত প্রেসক্লাব রংপুরের প্রশাসক ও রংপুরের অতিরিক্ত প্রশাসক রজিম আলম মেরিনা লাভলীকে প্রথম দফা গত ৩ জুলাই’২৫ ক্লাবের গুওত্বপূর্ণ নথিপত্র, দলিলাদি, আলমিরার চাবিসহ অন্যান্য মালামাল বুঝিয়ে দেয়ার জন্য পত্র প্রদান করেন। এই পত্র প্রাপ্তির পরে  মেরিনা লাভলী শুধু মাত্র ক্লাবের কলাপসিবল গেটের চাবি প্রশাসকের কাছে জমা দিয়ে আসেন। এর পরে প্রেসক্লাবের প্রশসাক ২৪ জুলাই’২৫ একই পত্র দ্বিতীয় দফা মেরিনা লাভলীর কাছে প্রেরন করেন। সর্বশেষ গত ২৭ জুলাই’২৫ তারিখে তৃতীয় দফা একই পত্র প্রেরন করা হয়। এই পত্র প্রাপ্তির পরেও প্রেসক্লাবের বরখাস্তকৃত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলী ওই নোটিশের কোন কর্ণপাত করেননি। তাই এই কারনে ফৌজদারী কার্যবিধির ৯৮ ধারা মতে ৩ আগস্ট’২৫ তারিখে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার স্বাক্ষরিত একটি সার্চ ওয়ারেন্ট জারি করা হয়। সেই আদেশ বলে পুলিশ তার বাড়ি ও অফিসে তল্লাশী চালিয়েছে।  গুরুত্বপূর্ণ নথিপত্র, দলিলাদিসহ অন্যান্য মালামাল উদ্ধার না হওয়ায় রংপুর প্রেসক্লাবের অনিয়ম ও দুর্নীতির অডিট সম্পাদন করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রেসক্লাবের নিযুক্ত প্রশাসক ও রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম। এ সম্পর্কে জানতে চাইলে রংপুর কোতয়ালী মেট্রোপলিটন থানার ওসি আতাউর রহমান জানান তার নেতৃত্বে এসআই আব্দুল্লাহ তার সঙ্গী পুলিশ ফোর্স নিয়ে বৃহস্পতিবার স্থানীয় লোকজনের সহযোগীতায়  রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলী বাসায় ও অফিসে তল্লাশী চালানো হয়। রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলী এই তল্লাশির প্রতিবাদে একাধিক আইনজীবি নিয়ে তার বাসায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তার নিযুক্ত অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট বলেন আমার মক্কেল কে হয়রানি করার উদ্দেশ্যে এই তল্লাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। রংপুরে বৈষম ও বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়কারী এস এম জাকির হুসাইন বলেন, প্রেসক্লাবের অনিয়ম-দুর্নীতি এবং নিজের অপকর্ম ঢাকতেই প্রেসক্লাবের সকল গুরুত্বপূর্ণ  নথিপত্র ও দলিলাদিসহ বিভিন্ জিনিসপত্র সরিয়ে ফেলেছেন। আবার তার পক্ষে সাফাই গাইতে উকিলকে দিয়ে তিনি ফায়দা নেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয় তিনি আরো বলেন, অসত্যতত্ত্ব উত্থাপন করে সাংবাদিক মহল ও সুধি সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তল্লাশী অভিযানের সদস্য ছিলেন পুলিশের এসআই আব্দুল্লাহ, তিনি বলেন তল্লাশী অভিযান চলাকালীন সময়ে তার অফিস ও বাসা থেকে প্রেসক্লাব সংক্রান্ত কোন কাগজপত্র ও নথিপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এই অভিযানের খবর পেয়ে হয়তো সেগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে তিনি ধারনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট