1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মধুপুরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে
মধুপুরে আসন্ন দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ
মধুপুরে আসন্ন দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত প্রশাসন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার শোয়েব, থানার পক্ষ থেকে উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান, সাংবাদিক আনোয়ার সাদাৎ ইমরান, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুস সামাদ তালুকদার। এছাড়া জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাদির, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, উপজেলা এনসিপি’র আহবায়ক সবুজ মিয়া, উপজেলা ছাত্র প্রতিনিধি জিয়াদ হাসান জীম, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক কুমার চৌধুরী স্বপন এবং পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র ঘোষ প্রমুখও উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের মোট ৫৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন সভায় বক্তাদের উদ্দেশ্যে বলেন, “শান্তি ও সম্প্রীতির সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে হবে। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।”

উপস্থিতরা দুর্গাপূজা উদযাপনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিবেশ সুষ্ঠু রাখা এবং মন্দির-প্রতিমা সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আলোচনায় পূজা উদযাপনের সময় সংঘাতমুক্ত ও সুন্দর পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

প্রসঙ্গত, মধুপুরে প্রতিটি বছরই বিভিন্ন পূজা মন্ডপে ভক্ত ও দর্শনার্থীর চাপ বেড়ে যায়। তাই এবারের দুর্গাপূজা উদযাপনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও স্থানীয় নেতাদের সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

সভা শেষে উপস্থিতরা দুর্গাপূজা উদযাপনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই প্রস্তুতিমূলক সভার মাধ্যমে মধুপুরে আসন্ন দুর্গাপূজা উদযাপন সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট