
মোঃ মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী অনলাইনভিত্তিক সংগঠন জিয়া সাইবার ফোর্সের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ তথ্য জেলা শাখার সভাপতি উজ্জ্বল হোসেন ও সাধারণ সম্পাদক রাইয়ান কোবির সোহাগ স্বাক্ষরিত সংগঠনের প্যাডে জানানো হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন মাহফুজুর রহমান এবং সদস্য সচিব করা হয়েছে শরিফ হোসেনকে। পাশাপাশি ১৯ সদস্যবিশিষ্ট কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান কামু, নুর জামাল, মোশারফ হোসেন, রেজওয়ানুল ফেরদৌস, মনোয়ার হোসেন ও দবির উদ্দীন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নতুন নেতৃত্বকে আহ্বান জানানো হয়েছে। এ সময় নবগঠিত কমিটির সদস্যরা বলেন, জিয়া সাইবার ফোর্স জাতীয়তাবাদী চেতনা ধারণ ও লালন করে অনলাইনে বিএনপির আদর্শকে আরও বেগবান করবে।