1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি পরিত্যক্ত ভবনে পাগলীর কোলজুড়ে নতুন জীবন, নেই বাবার পরিচয় — মানবিক সহায়তার আহ্বান শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: উত্তেজিত জনতা এভারকেয়ার হাসপাতাল ঘেরাও, চিকিৎসকের অবহেলা অভিযোগ পাইকগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা চোরাচালান ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ৩৯ বিজিবির কঠোর পদক্ষেপ রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫ সংক্রান্ত গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত রাণীনগরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার শনাক্ত: স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে উদ্যোগ নিচ্ছে ইসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গণমাধ্যমের সঙ্গে সংলাপে জানান, ভোটার তালিকা হালনাগাদে শনাক্ত হয়েছে ২১ লাখ মৃত ভোটার—স্বচ্ছ নির্বাচন আয়োজনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইসির।
সিইসি এ এম এম নাসির উদ্দিন। পুরোনো ছবি

নিউজ ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সারাদেশে প্রায় ২১ লাখ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে। তাদের অনেকেই পূর্ববর্তী নির্বাচনে ভোট প্রদান করেছিলেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সম্মেলনকক্ষে গণমাধ্যমের সঙ্গে সংলাপে এই তথ্য তুলে ধরেন সিইসি। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংলাপে শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, “ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে আমরা ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করেছি। তাদের অনেকেই অতীতে ভোট দিতেন। এবার তালিকা পরিশোধন করে সঠিক ভোটার সংখ্যা নির্ধারণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোট প্রদানের সুযোগ দিতে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও প্রবাসীসহ যারা দায়িত্বে থেকে বা অবস্থানগত কারণে আগে ভোট দিতে পারতেন না, এবার তাদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হবে।

সিইসি বলেন, “আমরা নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছ করতে চাই। সকল ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছি।”

ইসি সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টায় টেলিভিশন গণমাধ্যমকর্মীদের সঙ্গে এবং দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে পৃথক দুটি সংলাপ অনুষ্ঠিত হয়। মোট ৫০ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।

আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবে কমিশন।

এর আগে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ কার্যক্রম শুরু হয়, যেখানে প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হলেও সবাই অংশ নেননি।

সিইসি নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে অংশ নেওয়া ব্যক্তিদের মতামতগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে বাস্তবায়নের চেষ্টা করবে নির্বাচন কমিশন, যাতে ভবিষ্যৎ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নের অবকাশ না থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট