1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সত্য অনুসন্ধানের নির্ভীক যোদ্ধা: সাংবাদিক আব্দুল মালেক চৌকুশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
সাংবাদিক আব্দুল মালেক চৌকুশ—সত্য অনুসন্ধানে নির্ভীক, সততায় অটল, সমাজে আলোকবর্তিকা হয়ে ওঠা এক অনন্য সাংবাদিক।
সাংবাদিক আব্দুল মালেক চৌকুশ—সত্য অনুসন্ধানে নির্ভীক, সততায় অটল, সমাজে আলোকবর্তিকা হয়ে ওঠা এক অনন্য সাংবাদিক।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:

বর্তমান সময়ে সাংবাদিকতার জগতে যখন অনেকেই স্বার্থ ও প্রভাবের ভেলায় ভেসে যান, তখনো কিছু মানুষ নিজের বিবেক, নীতিবোধ ও সততার মশাল উঁচু করে সমাজের সামনে উদাহরণ হয়ে দাঁড়ান। এমনই একজন অনন্য, নীতিনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিক আব্দুল মালেক চৌকুশ।

তিনি শুধু একজন সংবাদকর্মী নন—তিনি সত্য অনুসন্ধানের এক নির্ভীক যোদ্ধা, যিনি সমাজের অন্ধকারে আলোর দিশা দেখান তার কলমের মাধ্যমে। তার লেখা প্রতিটি সংবাদে প্রতিফলিত হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির মুখোশ উন্মোচনের সাহস, এবং ন্যায়ের পক্ষে এক অদম্য অবস্থান।

মালেক চৌকুশের সাংবাদিকতা মানেই স্বচ্ছতা, সাহস ও সততার সমন্বয়। তিনি কখনো আপস করেন না, ভয় পান না। সমাজে যা বলা দরকার, সেটিই বলেন, তাতে যত বড় প্রভাবশালী গোষ্ঠীই ক্ষুব্ধ হোক না কেন। তার অনুসন্ধানী প্রতিবেদনের কারণে বহু অনিয়ম ও দুর্নীতির চিত্র প্রকাশ্যে এসেছে, যা সমাজে ন্যায় প্রতিষ্ঠার লড়াইকে শক্তিশালী করেছে।

তবে পেশাগত জীবনের বাইরে তার আরও একটি মানবিক দিক রয়েছে—যা খুব কম মানুষ জানে।
রাতের গভীরে, যখন চারপাশ নিস্তব্ধ, তখনও আব্দুল মালেক চৌকুশ ছুটে যান অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে। কোনো প্রচার ছাড়াই তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ান, সমাজে নীরবে ছড়িয়ে দেন মানবতার আলো।

তার সহকর্মীরাও প্রায়শই অবাক হন—কীভাবে একজন মানুষ একসঙ্গে এতটা পেশাদার, সাহসী ও মানবিক হতে পারেন।

আব্দুল মালেক চৌকুশ বিশ্বাস করেন,

“সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি এক মহৎ দায়িত্ব—সমাজের বিবেক জাগ্রত রাখার এক পবিত্র অঙ্গীকার।”

তার প্রতিটি কাজের মধ্যে থাকে অনুসন্ধানী দক্ষতা, তথ্য যাচাইয়ের কঠোরতা, এবং জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি। হুমকি-ধমকি কিংবা চাপ কোনো কিছুই তাকে সত্যের পথে থেকে সরাতে পারে না।

এমন মানুষই সমাজে প্রকৃত পরিবর্তনের বার্তা দেয়।
সাংবাদিক আব্দুল মালেক চৌকুশ শুধু একজন সাংবাদিক নন—তিনি এক আলোকবর্তিকা, যিনি অন্ধকারে আলো ছড়ান, ন্যায়ের পাশে দাঁড়ান, এবং সমাজকে জাগিয়ে রাখেন সত্যের আলোয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট