1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি

রাজশাহীতে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলার বর্ণিল উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
রাজশাহী কালেক্টরেট মাঠে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের বেলুন উড়িয়ে বিভাগীয় বইমেলা ২০২৫-এর উদ্বোধনের দৃশ্য
রাজশাহী কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা ২০২৫ উদ্বোধন করছেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা–২০২৫।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগ এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত হচ্ছে এবারের বইমেলা।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় অংশ নিয়েছে মোট ৮১টি প্রতিষ্ঠান—এর মধ্যে ১১টি সরকারি প্রতিষ্ঠান ও ৭০টি বেসরকারি প্রকাশনা সংস্থা। বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, কবি নজরুল ইনস্টিটিউটসহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোও অংশ নিয়েছে মেলায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হামিদুল হক; রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার; রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মো. রেজাউল আলম সরকার।

মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকেল ৬টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান বাদে বাকি সাত দিন সাতটি ভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যপ্রেমীরা অংশ নেবেন।

প্রতিদিনের আলোচনা সভার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, সংগীত পরিবেশনা ও সাহিত্য আড্ডা।

কর্মদিবসে মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

রাজশাহীর পাঠপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের মিলনমেলায় বইমেলাটি ইতোমধ্যে পরিণত হয়েছে এক প্রাণবন্ত উৎসবে।

সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট