
হাবিবুর রহমান লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে গাছ কাটার সময় ওপর থেকে ডাল পড়ে জোসনা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের দাস পাড়া এলাকার চন্দ্রকান্ত পণ্ডিত বাড়ির পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জোসনা বেগমের বাড়ির পাশেই তার মালিকানাধীন একটি রেইনট্রি গাছ কাটছিলেন কয়েকজন শ্রমিক। শ্রমিকরা যখন গাছ কাটছিলেন, তখন জোসনা বেগম নিচ থেকে গাছের ছোট ডালপালা ও লাকড়ি কুড়িয়ে নিচ্ছিলেন। এসময় হঠাৎ গাছের ওপর থেকে একটি বড় ডাল তার মাথার ওপর ছিটকে পড়ে। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জনপ্রতিনিধি ও পুলিশের বক্তব্য: খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হাজী বেলাল উদ্দিন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করেছে। নিহতের ছেলের সাথে আলোচনা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।