
মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি-২) এর বিশেষ অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। পরে সোমবার দুপুরে আটককৃত ব্যক্তিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি খড়ের গাদার ভেতরে লুকিয়ে রাখা ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানের পুরো কার্যক্রম জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
আটককৃত ব্যক্তি মোঃ পলাশ মিয়া (৪২), তিনি দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকার বাসিন্দা।
এ বিষয়ে জামালপুর ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, “মাদক ব্যবসার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।”