
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো :
রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’–এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে।
আরএমপি সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২০ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ২০ জনের মধ্যে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদক মামলার আসামি এবং বাকি ১৬ জন বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তার হওয়া চারজন হলেন— মো. নজরুল ইসলাম জুলু (৫২), মো. সোহান (২২), মো. মিজানুর রহমান (২৫) ও মো. রবিন (২৭)। নজরুল ইসলাম জুলু রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপ-দপ্তর সম্পাদক। তিনি বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা। সোহান কর্ণহার থানার সায়েরপুকুর এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী। মিজানুর রহমান গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী বিজয়নগর তালধারী এলাকার বাসিন্দা এবং রবিন বোয়ালিয়া থানার শেখেরচক পাচানীমাঠ এলাকার বাসিন্দা ও যুবলীগ কর্মী বলে জানা গেছে।
আরএমপির মুখপাত্র জানান, মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।