
মোঃ মামুন মিয়া, ইসলামপুর, জামালপুর।
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে বেনুয়ারচর নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারি ২৬ খ্রিঃ রোজ রবিবার রাত ৯ ঘটিকায়, স্থান: বেনুয়ারচর বাজার।
নাইট ফুটবল ফাইনাল টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব সুলতান মাহমুদ (বাবু) সাবেক এমপি ও বিএনপির মনোনীত প্রার্থী জামালপুর -২
ফুটবল ফাইনাল টুর্নামেন্ট খেলা উদ্বোধক, আলহাজ্ব হামিদুর রহমান মলিন, যুগ্ম আহবায়ক যুবদল ইসলামপুর উপজেলা শাখা।
নাইট ফুটবল ফাইনাল টুর্নামেন্ট সভাপতিত্বে করেন, মোঃ মোস্তফা আকন্দ, সাবেক সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ডাঃ শাহজাহান আলী, সভাপতি চরপুটিমারী ইউনিয়ন বিএনপি উত্তর শাখা।
প্রধান বক্তা. শাহানূর রহমান পলাশ, সদস্য সচিব, চরপুটিমারী ইউনিয়ন যুবদল উত্তর শাখা।
নাইট ফুটবল টুর্নামেন্ট
বিজয় : ০২ গোল সুজন একাডেমি।
দ্বিতীয় স্থান: ০১ গোল ফারুক একাদশ।
সঞ্চালনায়, ছামিউল হক( রাজু) যুগ্ম আহবায়ক যুবদল চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা।
আরো অনেকেই উপস্থিত ছিলেন, এবং উপস্থিত ছিলেন খেলা দেখার বক্তগণ।