1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে ডিমলায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা কেন্দুয়ায় সিএনজি চালক নূর জামান হত্যা মামলায় আরো ২ আসামী গ্রেফতার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দাবিতে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বকশীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবি, জেলে নিহত শ্রীবরদীতে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ উত্তরা ইপিজেডে রণক্ষেত্র: শ্রমিক নিহত, আহত অন্তত ৩০

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দাবিতে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
শেরপুর সরকারি কলেজে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শেরপুর সরকারি কলেজে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দাবিতে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

মুহাম্মদ আবু হেলাল শেরপুর প্রতিনিধি:
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রতিক হুমকি ও হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাসের বট চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিং, শিবির কর্মীর গণধর্ষণের হুমকি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের হেনস্তার ঘটনা দেশের শিক্ষাঙ্গন ও সমাজের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি স্বরূপ।

বক্তারা অভিযোগ করেন, এসব ঘটনায় প্রশাসনের উদাসীনতা এবং অপরাধীদের প্রতি নীরব সমর্থন আরও ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম দিচ্ছে। তারা বলেন, নারী শিক্ষার্থীদের ওপর হামলা, হুমকি ও হেনস্তার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ছাত্রদল নেতারা আরও বলেন, একটি সভ্য সমাজে নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা কোনোভাবেই কাম্য নয়। দেশের মেধাবী শিক্ষার্থীরা সন্ত্রাসী হুমকি কিংবা সাইবার আক্রমণের শিকার হলে শিক্ষার পরিবেশ ভেঙে পড়বে। এ ধরনের কর্মকাণ্ড রোধ করতে সরকার ও প্রশাসনকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও শহর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন, নারী শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও সাইবার বুলিং বন্ধ না হলে ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট