1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি

নান্দাইলে মাদক ও জুয়া নির্মূলে ইউএনওর উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
নান্দাইল উপজেলায় মাদক ও জুয়া নির্মূলে ইউএনওর উদ্যোগ—প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান।

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :

মাদক ও জুয়া নিয়ন্ত্রণে নান্দাইল উপজেলা প্রশাসন এক কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার জানিয়েছেন, উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার সবগুলো ওয়ার্ডে পৃথক স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে।

এই স্বেচ্ছাসেবী দলগুলো সংশ্লিষ্ট এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধে প্রশাসনকে তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহযোগিতা করবে। এতে স্থানীয়ভাবে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউএনও।

তিনি জানান, এসব কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, নান্দাইলকে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ। স্বেচ্ছাসেবী কমিটি গঠনের মাধ্যমে জনগণ ও প্রশাসনের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে।

নান্দাইল উপজেলায় দীর্ঘদিন ধরেই মাদক সমস্যা একটি সামাজিক ব্যাধি হিসেবে বিরাজ করছে। প্রশাসনের নানা উদ্যোগ থাকলেও শতভাগ সাফল্য আসেনি। তবে সচেতন মহলের ধারণা, স্থানীয়দের সম্পৃক্ত করার এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

প্রশাসনের প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাদক ও জুয়া নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন আসবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে অপরাধ থেকে রক্ষা করে একটি মাদকমুক্ত সমাজ গঠনে এটি হবে টেকসই সমাধান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট