1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার অপারেশন ডেভিল হান্টে রাণীনগরে নিষিদ্ধ সংগঠনের তিন নেতা গ্রেফতার মেটার সিদ্ধান্তে বন্ধ হলো সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ঝিনাইগাতীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু

শেরপুরে আ.লীগ নেতা চন্দন পালের জামিনে উত্তেজনা: ডিসি গেইট অবরোধে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের আট দফা দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ডিসি গেইট অবরোধ — চন্দন পালের জামিনের প্রতিবাদে আট দফা দাবিতে উত্তাল জনতা।
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ডিসি গেইট অবরোধ — চন্দন পালের জামিনের প্রতিবাদে আট দফা দাবিতে উত্তাল জনতা।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যরা অবস্থান ধর্মঘট পালন করেন।

অংশগ্রহণকারীরা জেলা জজ, পিপি ও জিপির অপসারণসহ আট দফা দাবি উত্থাপন করেন। তারা বলেন, “চন্দন পালের জামিন ন্যায়বিচারের পরিপন্থী, এতে আন্দোলনে নিহত ও আহত পরিবারের প্রতি গভীর অবিচার হয়েছে।”

সকাল ৯টা থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা জজ আদালতের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে তারা ‘ন্যায়বিচার চাই’, ‘দোষীদের শাস্তি চাই’ স্লোগান দিয়ে ডিসি গেইট অবরোধ করে রাখেন।

দীর্ঘ তিন ঘণ্টা চলা এ কর্মসূচিতে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ থাকায় আদালতপাড়া, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয়সহ আশপাশের সরকারি অফিসের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

দুপুরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে তাদের দাবি-দাওয়া শোনেন। তিনি লিখিতভাবে আবেদন জমা দিতে বলেন এবং তা দ্রুত সরকারের কাছে পাঠানোর আশ্বাস দেন। জেলা প্রশাসকের এই আশ্বাসে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

জানা গেছে, সরকার পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকা অবস্থায় আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা দায়ের হয়। ২০২৪ সালের ১৬ অক্টোবর ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল সীমান্তে তাকে আটক করে পুলিশ। প্রায় এক বছর কারাভোগের পর চলতি বছরের ৯ সেপ্টেম্বর তিনি উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পান।

তবে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ ২৯ সেপ্টেম্বর শেরপুর আদালত থেকে জামিন পেয়ে তিনি কারামুক্ত হন।

এরপর থেকেই তার জামিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকে দাবি করেন, জামিন পাওয়ার পর চন্দন পাল দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। এ জামিন প্রক্রিয়ায় জেলা জজ, পিপি ও বিএনপি-ঘনিষ্ঠ আইনজীবীদের সম্পৃক্ততার অভিযোগে বিতর্ক আরও তীব্র হয়।

এ ঘটনার পর জেলা পিপি ও পৌর বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান সংবাদ সম্মেলন করে এসব অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেন। এর পাল্টা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দুই দিনের আল্টিমেটাম দিয়ে সোমবারের এই অবরোধ কর্মসূচি পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট