1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি পরিত্যক্ত ভবনে পাগলীর কোলজুড়ে নতুন জীবন, নেই বাবার পরিচয় — মানবিক সহায়তার আহ্বান শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: উত্তেজিত জনতা এভারকেয়ার হাসপাতাল ঘেরাও, চিকিৎসকের অবহেলা অভিযোগ

জনগণের বিপক্ষে অবস্থানকারীদের বিচার করতে হবে: রংপুরে এনসিপি নেতা আখতার হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে
রংপুরে এনসিপি নেতা আখতার হোসেনের সংবাদ সম্মেলনে জনগণের বিপক্ষে থাকা বাহিনীর বিচার দাবি
রংপুরে এনসিপি নেতা আখতার হোসেনের সংবাদ সম্মেলনে জনগণের বিপক্ষে থাকা বাহিনীর বিচার দাবি

শরিফা বেগম শিউলী | স্টাফ রিপোর্টার

রংপুরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “জুলাই আন্দোলনে যারা ছাত্র-জনতার পাশে ছিলেন আমরা তাদের অভিনন্দন জানাই। কিন্তু সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবির যেসব সদস্য জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।”

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার শাসনামলে গুম-খুন ও আয়নাঘরসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তৎকালীন সেনা কর্মকর্তাদের কঠোর সমালোচনা করে আখতার বলেন, “সেনাবাহিনীর কিছু জেনারেল হাসিনার আনুকূল্য পেতে গুম ও খুনের সাথে জড়িয়ে পড়েছিলেন। তারা শুধু একটি পরিবার নয়, গোটা দেশের গণতন্ত্রকেই ধ্বংস করেছেন। সেনাবাহিনীর মর্যাদাও ক্ষুণ্ন করেছেন।”

তিনি আরও বলেন, “এই বাহিনীর সদস্যদের দ্বারা গুম-খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতে পারতেন না। তাই সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থাকে জনগণের প্রকৃত প্রতিষ্ঠানে পরিণত করতে হলে তাদের বিচার নিশ্চিত করতে হবে।”

আখতার হোসেন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি এখনো কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেনি। তিনি বলেন, “জাতীয় স্বার্থে যদি জোট প্রয়োজন হয়, এনসিপি তাতে উন্মুক্ত। আমরা দল নয়, দেশের মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে রাজনীতি করি।”

তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনের আগে বিচার ও প্রয়োজনে সংস্কার করতে হবে—এটাই জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা। ঐক্যমত কমিশনের উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠায় এনসিপি অংশ নেবে এবং স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে।”

এর আগে আখতার হোসেন ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে রংপুরে পৌঁছান। পরে প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করে পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর শহীদ আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সংবর্ধনা গ্রহণ ও মোটরসাইকেল শোডাউনে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট