মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ইয়ার হোসেন (৯) নামে এক শিশুর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে পৌর এলাকার মালিরচর মৌলভী পাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইয়ার হোসেন ওই গ্রামের রিকশাচালক ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর থেকে শিশু ইয়ার হোসেন নিখোঁজ ছিলেন। রাতে মা আনেজা বেগম ও স্বজনরা আশপাশে খুঁজেও তার কোনো সন্ধান পাননি।
সোমবার দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে দেখা গেছে, শিশুটির মুখ ও পায়ে রক্তের দাগ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন,
“শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”