মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (২১ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, যুবদল নেতা সানী মিয়া, সমাজকর্মী রফিকুল ইসলাম, নারী প্রতিনিধি রুবিনা বেগম, কৃষক পাংখা আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা ও কয়েকজন ইউপি সদস্য স্বেচ্ছাচারিতার মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীর তালিকা প্রণয়ন করেছেন। এ তালিকায় প্রকৃত হতদরিদ্র ও চাহিদাসম্পন্ন মানুষদের বাদ দিয়ে রাজনৈতিক সুবিধাভোগী ও আত্মীয়-স্বজনদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি কিছু জায়গায় আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “এই কর্মসূচি দরিদ্র মানুষের জন্য, যারা তিনবেলা ঠিকমতো খেতে পারে না। অথচ দেখা যাচ্ছে, তালিকায় এমন লোকজন রয়েছেন যারা মোটরসাইকেল চালান, ব্যবসা করেন বা সংসারে অভাব নেই। অথচ প্রকৃত গরিব মানুষ দিনের পর দিন খালি হাতে ফিরে যাচ্ছে।”
বক্তারা জোর দাবি জানান, অবিলম্বে বর্তমান তালিকা বাতিল করে প্রকৃত দুস্থ ও অসহায়দের নিয়ে একটি স্বচ্ছ ও হালনাগাদ তালিকা তৈরি করতে হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের ভেতরে যে দুর্নীতির চিত্র উঠে আসছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, নিরপেক্ষভাবে তদন্ত করে এ অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং যাতে ভবিষ্যতে আর কেউ খাদ্য সহায়তা নিয়ে অনিয়ম করতে না পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং তারা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল: “খাদ্য বান্ধব কর্মসূচি নয় দুর্নীতিবান্ধব নয়”, “গরিবের হক ফিরিয়ে দাও”, “তালিকা থেকে অযোগ্যদের বাদ দাও”, ইত্যাদি।
স্থানীয় প্রশাসনের কোনো প্রতিনিধি বা ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে এ প্রতিবাদের সময় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই মানববন্ধনের মধ্য দিয়ে স্পষ্টভাবে উঠে এসেছে স্থানীয় জনগণের অসন্তোষ ও প্রতিবাদ। তারা চান, সরকার ও প্রশাসন তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে প্রকৃত প্রাপককে সহায়তা প্রদান করুক এবং দুর্নীতির লাগাম টানুক।