1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী পেলেন ঘর তৈরির ঢেউটিন, সহায়তায় স্বপন ফকির রাণীনগরে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি জাকির, সম্পাদক টনি নির্বাচিত বরিশাল সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই-আগস্টের শহিদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় ঝিনাইগাতীতে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল বাঘায় উদ্দীপনের উদ্যোগে দুঃস্থ শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত “সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী হাসিনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে” — জহির উদ্দিন বাবর টঙ্গীতে ঐতিহ্যবাহী দিঘী ও মাঠ রক্ষায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি, ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি তেঁতুলিয়ায় সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এডিশনাল ডিআইজির মতবিনিময়: মাদক, চোরাচালান ও নিরাপত্তা নিয়ে খোলামেলা আলোচনা বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু

বিডিআর বিদ্রোহ: তাপসের নেতৃত্বে গোপন বৈঠকের দাবি, অভিযুক্ত নানক-মির্জা আজমসহ শীর্ষ নেতারা

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

ঢাকা, ৮ মে — বিডিআর ট্র্যাজেডি মামলায় চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) জাহিদি আহসান হাবিব। তিনি আদালতে সাক্ষ্য দিয়ে দাবি করেন, পিলখানার সেই মর্মান্তিক ঘটনায় ফজলে নূর তাপসের নেতৃত্বে একটি গোপন বৈঠক হয়েছিল এবং তাতে আরও কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা জড়িত ছিলেন।

বৃহস্পতিবার (৮ মে) মামলার সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

সাক্ষ্যের ভিত্তিতে তিনি জানান, বিদ্রোহের দিন সকালে সিপাহিরা অস্ত্রসহ দরবার হলে প্রবেশ করে। পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে, গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে ভীত হয়ে কর্মকর্তা ও সেনারা আশ্রয় খুঁজতে থাকেন। মেজর হাবিব বলেন, তিনি তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকিকে ফোন করে সাহায্য চেয়েছিলেন, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, পরে হাসিনার হাউসগার্ড মেজর মইনের সঙ্গে যোগাযোগ করে দেখা যায়, শাকিল নামের এক অফিসার সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। ফোনে বলা হয়, কিছু সৈনিক সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

ঘটনার একপর্যায়ে মেজর হাবিব বলেন, দরবার হলে ঢুকে তিনি আত্মপরিচয় দিয়ে শান্ত থাকার অনুরোধ করেন, কিন্তু তাতে লাভ হয়নি। গোলাগুলির সময় আহত হন তিনি। পরে কয়েকজন সৈনিক তাকে ধরে নিয়ে যায়, এবং তাকে নির্যাতন করা হয়। এক পর্যায়ে সাবেক সুবেদার নূরুল ইসলাম তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন।

সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে, বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়, তাদের প্রতিনিধি ও সেনা কর্মকর্তাদের প্রতিনিধি রাইফেল স্কয়ারে একটি বৈঠকে মিলিত হবেন। মেজর হাবিবের ভাষ্যমতে, সেই বৈঠকে ফজলে নূর তাপসের নেতৃত্বে সিদ্ধান্ত হয়, সেনাবাহিনী পিলখানা ছাড়বে এবং তাপস কিছু সময়ের জন্য বিডিআর মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

এছাড়া তিনি দাবি করেন, বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং মাহবুব আরা গিনি উপস্থিত ছিলেন।

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট