
মাহফুজুর রহমান সাইমন, ইসলামপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়নের চিনারচর মধ্যপাড়া সুন্নাহ্ কাওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে ১৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর থেকে শুরু হওয়া এ মহাসম্মেলনে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব মমতাজ উদ্দিন আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, সাবেক সংসদ সদস্য (জামালপুর-২, ইসলামপুর) ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলামপুর উপজেলা শাখা।
এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজ (দুবাই, আরব আমিরাত), ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন, ডা. আলী আকবর, আবু হানিফ বুলবুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহাসম্মেলনে ইসলামী বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন আল্লামা তারেক মনোয়ার (খতিব, দক্ষিণ লন্ডন জামে মসজিদ, ইংল্যান্ড)।
আরও বয়ান পেশ করেন মুফতি ফরহাদ উদ্দিন আইয়ুবী সাহেব ও মুফতি মো. ইলিয়াছ ইবনে কেফায়েত উল্লাহ সাহেব, যারা ইসলাম ও সমাজ জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনার পর মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।