মাসুদ রানা, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান আনার সরকার বাড়ীঘাট এলাকায় ঝারকাটা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় গ্রামবাসী ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নেন।
নিহতরা হলেন— পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন। মরিয়ম ও আবু হাসানের পিতা দুদু মিয়া সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে। তাঁদের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান গ্রামে।
স্থানীয়রা জানান, বিকেলে ছয় শিশু একসাথে নদীতে গোসল করতে যায়। একজন তীরে দাঁড়িয়ে থাকলেও বাকি পাঁচজন পানিতে নামে। কিছুক্ষণ পর তারা ডুবে যায়। তীরে থাকা শিশু ঘটনাটি দেখে দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা উদ্ধার অভিযান শুরু করে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর লেখা পর্যন্ত নিখোঁজ দুই শিশুর সন্ধানে ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।









