1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুসলিম লীগের কুদ্দুস মোল্লা গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারখানা সীলগালা দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা নালিতাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা: রংপুরে সাংবাদিকের অভিযোগ শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও জ্বালানি জব্দ লক্ষ্মীপুরে ২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা চাটখিলে কালী মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন দাবি করে কমিটির সংবাদ সম্মেলন

সার সংকটে বকশীগঞ্জে কৃষক বিক্ষোভ: সড়ক অবরোধ, ২ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ-রৌমারী সড়কে সার না পাওয়ায় কৃষকদের সড়ক অবরোধ ও যানজটের দৃশ্য।
সার সংকটে বকশীগঞ্জে কৃষক বিক্ষোভ: দুই ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে আড়াই টা পর্যন্ত বকশীগঞ্জ-রৌমারী সড়কের বাট্টাজোড় নতুন বাজারে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে দীর্ঘ দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের তীব্র সঙ্কট দেখা দেয়। চাহিদার তুলনায় বরাদ্দকৃত সারের কম সরবরাহ পাওয়ায় কৃষকরা ক্ষিপ্ত হন। মঙ্গলবার সকালে ডিলারের মাধ্যমে সার বিতরণের কথা থাকলেও বরাদ্দকৃত সারের চেয়ে বেশি কৃষক আসায় সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে দুপুরে কৃষকরা সড়কে অবস্থান নেন।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম কৃষকদের আশ্বাস দেন যে ভোটার আইডি যাচাই করে প্রকৃত কৃষকদের সার সরবরাহ করা হবে। এরপর কৃষকরা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করেন।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, বরাদ্দকৃত সার পাওয়া যায় না, ফলে অবৈধ বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দামে সার কিনতে হয়। এ পরিস্থিতি চাষাবাদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রতি মাসে সারের বরাদ্দ দেওয়া হয়, এবং প্রকৃত চাহিদা অনুযায়ী কৃষকরা জমির প্রয়োজন অনুযায়ী সার পেলে সঙ্কট হবে না।

এভাবে প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা স্থায়ী অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট