মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী খাদিজা আফরিন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্য নগর পশ্চিম পাড়া গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তার বাবা খোকা মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে খাদিজা আফরিন জানান, সূর্য নগর পূর্ব পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে জান্নাতুল সিয়ামের সঙ্গে দেড় বছর প্রেমের সম্পর্ক থেকে তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে দুজনের সম্মতিতে গত ১৯ অক্টোবর তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর ২৯ অক্টোবর স্বামী সিয়াম তাকে শ্বশুরবাড়িতে নিয়ে গেলে শ্বশুর তাকে মেনে না নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। একইসঙ্গে তার স্বামীকেও অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন খাদিজা।
তিনি আরও বলেন, “বর্তমানে আমার স্বামী কোনো খোঁজখবর নিচ্ছে না। আমি স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। আমার জীবন ধ্বংসের মুখে।”
খাদিজা আফরিন প্রশাসনের প্রতি তার স্বামীর অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।









