1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ ২৪ জন গ্রেপ্তার শেরপুর জেলা পুলিশের দুই পরিদর্শকের অবসরজনিত বিদায় সংবর্ধনা জানাজায় মায়ের জন্য সবার কাছে দোয়া ও ক্ষমা চাইলেন, তারেক রহমান জনসমুদ্রে পরিণত মানিক মিয়া অ্যাভিনিউ: শেষ বিদায়ে সিক্ত দেশনেত্রী খালেদা জিয়া লাখো মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা শেষ বিদায়ে জনসমুদ্র: সংসদ ভবনে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ, জানাজা ২টায় শেষ বিদায় জানাতে মানুষের ঢল: সংসদ ভবন এলাকায় জনসমুদ্র, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আজ রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি কোটির উপরে নালিতাবাড়ীতে ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন শ্যামনগরে ৩ দিনব্যাপী লবণ সহনশীল কৃষি ও সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন

শ্যামনগরে ৩ দিনব্যাপী লবণ সহনশীল কৃষি ও সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে
শ্যামনগরে ৩ দিনব্যাপী লবণ সহনশীল কৃষি ও সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন এ্যাকশন’-এর উদ্যোগে এবং কানাডিয়ান দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে নবনির্মিত ‘মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি সেন্টারে’ এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে গাবুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫ জন (১৯ জন নারী ও ৬ জন পুরুষ) কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ: সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: নজরুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে কারিগরি সেশন পরিচালনা করেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য ও কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন।

বক্তব্য ও প্রতিক্রিয়া: প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম বলেন, “ফেইথ ইন এ্যাকশন সঠিক ও প্রকৃত কৃষকদের প্রশিক্ষণের জন্য বাছাই করেছে। এই ৩ দিনের প্রশিক্ষণের ফলে গাবুরার লবণাক্ত জমিতে কৃষির ব্যাপক সম্প্রসারণ ঘটবে বলে আমি আশা করি।”

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, “আমি দীর্ঘ ৮ বছর এই এলাকায় কাজ করছি, কিন্তু হাতে-কলমে এমন কার্যকর প্রশিক্ষণ অন্য কোনো সংস্থাকে করাতে দেখিনি। এই উদ্যোগের জন্য সংস্থা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

ইউপি সদস্য মো: নজরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজ নিজ বাড়িতে সবজি ও কৃষি চর্চা বৃদ্ধি করবেন, এটাই আমাদের প্রত্যাশা।”

উল্লেখ্য, ফেইথ ইন এ্যাকশন বর্তমানে গাবুরা ইউনিয়নের ১৫টি গ্রামে ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প’ বাস্তবায়ন করছে, যার লক্ষ্য প্রতিকূল পরিবেশে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট