
মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও উন্নত ক্যারিয়ারের সুযোগ করে দিতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে অবস্থিত ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে এক জাপানি প্রতিনিধি দল পরিদর্শন করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে প্রতিনিধি দলটি স্কুলে আসলে শিক্ষার্থীরা জাপানি কায়দায় তাদের অভ্যর্থনা জানান। ইতোমধ্যে বেশ কয়েকজন জাপানগামী শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে ভর্তি হয়ে জাপানি ভাষা শিক্ষা গ্রহণ করছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সার্জেন্ট (অব.) মোঃ আবু শামা অর্ডন্যান্স। উপস্থিত ছিলেন বাংলাদেশি উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফটিক সরদার, শহিদুল ইসলাম এবং জাপানি ভাষার শিক্ষক দীন ইসলাম সোহেল।
জাপানি উদ্যোক্তারা জানান, জাপানে জন্মহার কমে যাওয়ায় এবং গড় আয়ু বেড়ে যাওয়ায় দেশটিতে তরুণ কর্মীর ঘাটতি দেখা দিয়েছে। ফলে সেখানে প্রচুর কর্মঠ ও জাপানি ভাষায় দক্ষ জনবল প্রয়োজন। তারা আরও বলেন, জাপানি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকলেই জাপানের বিভিন্ন কোম্পানিতে ভালো বেতনে চাকরির সুযোগ পাওয়া সম্ভব। বর্তমানে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, নেপাল, আফগানিস্তান ও ভিয়েতনাম থেকে বিপুল সংখ্যক শ্রমশক্তি জাপানে যাচ্ছে।
বাংলাদেশ থেকেও মেধাবী শিক্ষার্থীদের জন্য ফ্রি পড়াশোনার ব্যবস্থা করতে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে।
পরিশেষে প্রতিনিধি দল সানন্দবাড়ী শাখার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।