1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি পরিত্যক্ত ভবনে পাগলীর কোলজুড়ে নতুন জীবন, নেই বাবার পরিচয় — মানবিক সহায়তার আহ্বান শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: উত্তেজিত জনতা এভারকেয়ার হাসপাতাল ঘেরাও, চিকিৎসকের অবহেলা অভিযোগ

রংপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আসামী গ্রেফতারের দাবিতে পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
রংপুরের গণমাধ্যমকর্মীরা পুলিশের সামনে স্মারকলিপি প্রদান করছেন, লিয়াকত আলী বাদলকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে।
রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় সাংবাদিকরা পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করেছেন এবং তিন দিনের মধ্যে আসামী গ্রেফতারের দাবি জানিয়েছেন।

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার

রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন সাংবাদিকরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।

সাংবাদিকদের অভিযোগ, বাদলকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য অপহরণ করে নির্যাতন করা হয়। এ ঘটনায় মামলা হলেও মাত্র দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে, অন্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, ভুক্তভোগী লিয়াকত আলী বাদলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা তিনদিনের মধ্যে সকল আসামীকে গ্রেফতারের আল্টিমেটাম দেন, অন্যথায় ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ঘেরাও কর্মসূচিতে এসে পুলিশ কমিশনার মো. মজিদ আলী সাংবাদিকদের হাতে স্মারকলিপি গ্রহণ করেন। তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নেপথ্যের কয়েকজনের নামও উঠে এসেছে। বাকিদের দ্রুত গ্রেফতার করে অভিযোগপত্র দাখিলের আশ্বাস দেন তিনি।

স্মারকলিপিতে সাংবাদিকরা স্পষ্টভাবে উল্লেখ করেন, মামলার অন্যান্য নামীয় ও অজ্ঞাত আসামীদের দ্রুত আইনের আওতায় না আনলে এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর নগরীর কাচারীবাজার থেকে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নিয়ে নির্যাতন করা হয়। তিনি সম্প্রতি “রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স বাণিজ্য” শিরোনামে সংবাদ প্রকাশ করেছিলেন। সেই প্রতিবেদনকে কেন্দ্র করে এ অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট