আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো. শাজাহান সজল, শ্রীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পবিত্র উৎসব ঈদ-উল-আযহা। এই ঈদ যেন আমাদের জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.) যে ত্যাগের মহিমা আমাদের সামনে তুলে ধরেছেন, তা চিরকাল মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।”
সজল আরও বলেন, “ঈদ মানে শুধু আনন্দ নয়, এটি সাম্য, ভ্রাতৃত্ব ও একতার প্রতীক। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজে ভালোবাসা, সহানুভূতি এবং সহমর্মিতার বন্ধন গড়ে তুলতে হবে। অভাবী, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উৎসব আমাদের শিক্ষা দেয়।”
তিনি আহ্বান জানান, “ঈদের দিনে নির্ধারিত স্থানে পশু কুরবানির মাধ্যমে পরিবেশ দূষণমুক্ত রাখতে সচেতন থাকতে হবে। সমাজে সাম্যের বার্তা ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে।”
সবশেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন—
“ঈদ মোবারক। সকলের জীবন হোক আনন্দময়, নিরাপদ ও সমৃদ্ধ।”