1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নীহারিকা বিদ্যাপীঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে
নীহারিকা বিদ্যাপীঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ মোস্তাইন বিল্লাহ
স্টাফ রিপোর্ট

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা কুমারের চরে অবস্থিত নীহারিকা বিদ্যাপীঠে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় চত্বর আনন্দের রঙে রঙিন হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সরোয়ার ই- আলম। শিক্ষা উন্নয়ন, নৈতিকতা ও মানবিক গুণাবলীর বিকাশে বিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উদ্বোধন করেন মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ এবং নীহারিকা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সাবের উদ্দিন দেওয়ানী, সভাপতি, ৮ নং ওয়ার্ড, ১ নং ডাংধরা ইউনিয়ন বিএনপি। তিনি বিদ্যালয়ের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • মোঃ মহসিন উদ্দিন (মিলন), সহ-সভাপতি, ১ নং ডাংধরা বিএনপি

  • আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক (অবঃ), রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজ

  • আলহাজ্ব মোঃ মোজহারুল ইসলাম

  • মোঃ হারুন-অর-রশিদ, প্রধান শিক্ষক, নীমাইমারী প্রাথমিক বিদ্যালয়

নিহারিকা বিদ্যাপীঠের প্রধান খোকন রানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাকোয়াত হোসেন, আঃ রাজ্জাক, সাবেক ইউপি সদস্য আব্দুল হকসহ স্থানীয় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দিনব্যাপী আয়োজনে দৌড়, লাফ, বেলুন ফাটানো, বিস্কুট খেলা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশিত আবৃত্তি দর্শকদের মনোমুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এমন বর্ণাঢ্য আয়োজন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট